• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

৩০ রোহিঙ্গা আটক


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৮:০৭ পিএম
৩০ রোহিঙ্গা আটক

কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত অনুপ্রবেশের সময় ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে তাদের উপজেলার খাড়েরা সীমান্ত এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফুর রহমান।

ওসি মো. মারুফুর রহমান জানান, আটক ৩০ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফের কুতুপালং ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা। ভালো উপার্জনের আশায় সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। প্রথমে বিজিবি তাদের আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের আবার কক্সবাজার ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া করা হচ্ছে।

জানা যায়, আটক রোহিঙ্গাদের মধ্যে ছয়জন পুরুষ, আটজন নারী এবং বাকি ১৬ জনই শিশু। তারা বুধবার সড়ক পথে ভেঙে ভেঙে কক্সবাজার থেকে কুমিল্লা আসে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!