• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘৩-৪ ঘণ্টা যানজটে বসে আছি’


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৬:০৭ পিএম
‘৩-৪ ঘণ্টা যানজটে বসে আছি’

“তিন-চার ঘণ্টা ঘাটের যানজটে বসে আছি। প্রচণ্ড গরম এবং ধুলাবালুতে অসহনীয় অবস্থায় রয়েছি।” এভাবেই কথাগুলো বললেন বরিশাল থেকে আসা বাস যাত্রী ইয়াসমিন। নিজের কষ্টের কথা বর্ণনা করতে গিয়ে চুয়াডাঙ্গা থেকে আসা ট্রাক চালক জব্বার বলেন, “সকাল ১০টার দিকে এসে গোয়ালন্দ মোড়ে যানজটে এসে দাঁড়িয়ে আছি। জানি না, কখন ফেরিতে উঠতে পারব।”

নাব্যতা সংকট এবং যানবাহনের চাপ বাড়ায় দৌলতদিয়ায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। প্রায় এক হাজর হাজার যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়। বৃহস্পতিবার (১৭ মার্চ) ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার অংশ জুড়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সারি রয়েছে। এছাড়াও সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন কিলোমিটার অংশ জুড়ে কাচা পণ্যের ট্রাকের সারি রয়েছে।

এ বিষয়ে বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাবউদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারপারের জন্য ট্রাকের কিছুটা সিরিয়াল রয়েছে। হঠাৎ করে যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও নাব্যতা সংকটের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে, এই যানজট দ্রুতই কেটে যাবে।

Link copied!