• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

১৪ দিন পর পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০১:৩৮ পিএম
১৪ দিন পর পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

১৪ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পরে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কে-টাইপ ফেরি কুঞ্জলতা বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় ফেরিতে ছোট গাড়ি ও মোটরসাইকেল ছিল।

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ১৮ আগস্ট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৪৭ দিন পর গত ৪ অক্টোবর ফেরি চলাচল স্বাভাবিক হয়। কিন্তু ৭ দিন পরই গত ১২ অক্টোবর আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সবশেষ দীর্ঘ ১৪ দিন পর মঙ্গলবার সকালে আবারও পরীক্ষামূলকভাবে ফেরি চালু করা হয়।

বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মাওয়া জোন) শফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। প্রায় ৬১ দিন ফেরি বন্ধ ছিল। নদীর পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফেরি চলাচলও স্বাভাবিক থাকবে আশা করা যাচ্ছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!