হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১০:৪১ এএম
হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নাটোর শহরের একডালা থেকে জিয়ারুল ইসলাম জিয়া (৩২) নামের হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার একডালা (বাবুর পুকুরপাড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিয়ারুল ইসলাম জিয়া রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী শাহাপুর এলাকার রমজান আলীর ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে র‌্যাবের একটি অপারেশনাল দল অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১১ জুলাই রাজশাহী বাঘা উপজেলার খাগারবাড়িয়া গ্রামে জিয়ারুলসহ ১৩-১৪ জন অর্থ লেনদেনের বিরোধের জেরে জাকির নামের এক ব্যক্তিকে খাগারবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড়ে প্রকাশ্যে হত্যা করে।

Link copied!