• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৮:৫৫ পিএম
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নীলফামারীর ডিমলা উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আসামি সিরাজুল ইসলামকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক।

সোমবার (২৮ মার্চ) দুপুরে বিচারক মো. মাহাবুবুর রহমান এ আদেশ দেন। সিরাজুল ইসলামের বাড়ি ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়নের দক্ষিণ ঝাড়সিংহেশ্বর এলাকায়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পি পি রমেন্দ্রনাথ বর্ধন (বাপ্পী)।

রমেন্দ্রনাথ বর্ধন বলেন, এক শ্রেণির নরপশু সমাজে এসব অপকর্ম করে বেড়াচ্ছে। মামলায় সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

Link copied!