• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সোনারগাঁয়ে ৮ ইউপি সদস্যদের শপথ


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৯:০৪ পিএম
সোনারগাঁয়ে ৮ ইউপি সদস্যদের শপথ

সোনারগাঁ উপজেলার ৮ ইউপির নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী তাদের শপথ বাক্য পাঠ করান। 

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

আরও উপস্থিতি ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম ও বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুলসহ সকল নবনির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রথম ধাপে ৮টি ইউনিয়নে ৭২ পুরুষ সদস্য ও ২৪ মহিলা সদস্য শপথ বাক্য পাঠ করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!