• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৪:২৫ পিএম
সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার সাগর ও কুষ্টিয়ার শিলাইদহের শরিফুল ইসলাম।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পৌর শহরের আনন্দধাম দাসপাড়ার নিপেন দাসের সেপটিক ট্যাংক ময়লা হয়ে যায়। তা পরিষ্কার করার জন্য শুক্রবার সকাল ৯টার দিকে শরিফুল ইসলাম ও সাগর কুমার দাস নামের দুই শ্রমিককে ডাকেন তিনি। ট্যাংকের ঢাকনা খুলে প্রথমে শরিফুল নামেন। তার কোনো সাড়াশব্দ না পেয়ে সাগরও ট্যাংকের ভেতরে ঢোকেন। দুইজনের কোনো সাড়াশব্দ না পেয়ে নিপেন দাসের পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা অচেতন অবস্থায় তাদের ট্যাংকের ভেতর থেকে বের করে। পরে তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!