• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

সেনাসদস্য হত্যার ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৬:৫৫ পিএম
সেনাসদস্য হত্যার ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর সৈনিক শাহীন আলম (২২) হত্যার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন জীবন (২৩), সুমন ওরফে বিয়ার সুমন (২৫) ও জুম্মন (২২)।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান। গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান (পিপিএম বার)।

পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন সৈনিক (কুক) শাহীন আলম (২২)। সাতদিনের ছুটি ভোগ করার জন্য শনিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টায় নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়ে তার বন্ধু ফারহাবিরের বাসায় (সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা) যাচ্ছিলেন। এ সময় মৌচাক বেঙ্গল প্যাসিফিক লিমিটেড কারখানা এলাকায় পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে শাহীনের গতিরোধ করে।

এ সময় মানিব্যাগ ও টাকাপয়সা ছিনতাইকালে শাহীনের বাধা দেয়। বাধা পেয়ে ছিনতাইকারী জীবন ও সুমন তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

খবর পেয়ে শহীনকে উদ্ধার করে দ্রুত সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার।

এ ঘটনায় শাহীনের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতেই হত্যা মামলা করেন। পরে পুলিশের একাধিক টিম মাঠে নামে তদন্তে।  মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মনকে গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। জীবন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার মো. আলী হোসেনের ছেলে। সুমন সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে মো. জুম্মন মিয়া।

Link copied!