সুনামগঞ্জে বিধবা ভিখারি ধর্ষণ, গ্রেপ্তার ২


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৪:০৮ পিএম
সুনামগঞ্জে বিধবা ভিখারি ধর্ষণ, গ্রেপ্তার ২

সুনামগঞ্জে এক বিধবা ভিখারিকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্ষিতা নারী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে এলাকা থেকে ২ জন ধর্ষককে গ্রেপ্তার করে।

অভিযুক্তরা হলেন জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে আজিজুল ইসলাম (৪০) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৭)। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে জেলার তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা বিধবা ভিখারির (৩৫) ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে ধর্ষণ করে লম্পট আজিজুল ইসলাম ও সাইদুল ইসলাম।

পরদিন শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে ওই বিধবা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা ভয়ভীতি দেখায়। ধর্ষকরা এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি ধামকি দেয়। এরপর কারও কাছে কোনো সুবিচার না পেয়ে শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্ষিতা নারী থানায় হাজির হয়ে ঘটনাটি খুলে বলেন। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেন। পরে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

Link copied!