• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৮:০৮ পিএম
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেটে ৪ দফা দাবিতে মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকে সড়ক পরিবহন শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত করেছেন সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সোমবার (২১ মার্চ) বিকেলে সিলেট জেলা প্রশাসকের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

এর আগে সড়ক দুর্ঘটনাজনিত মামলায় ৩০৪ (খ) ধারায় চালককে জামিন প্রদান করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট ছাড়াই আবেদন গ্রহণ করা, নুতন ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান করা ও পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেয়া পুনরায় চালু করা এবং সরকারি খাস জমিতে গাড়ি পার্কিংয়ের স্থান প্রদান করাসহ মোট চার দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা।

এ ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হওয়ার কথা ছিল। কর্মবিরতি সফলের লক্ষ্যে সোমবার দুপুর পর্যন্ত শ্রমিকরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনাও করেন। পরে বিকেলে নিজ কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বৈঠকে দাবি-দাওয়ার ব্যাপারে তিনি ইতিবাচক সাড়া দেন বলে জানান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

Link copied!