দিনভর দুর্ভোগের পর সোমবার (২২ নভেম্বর) রাতে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিক ফেডারেশন।
সিলেটের বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে ধর্মঘট স্থগিতের কথা জানান পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আবু সরকার বলেন, বিভাগীয় কমিশনারের আশ্বাসের ভিত্তিতে আমরা ৫ জানুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আবার ধর্মঘট ডাকা হবে।
এর আগে মেয়াদোত্তীর্ণ সেতুতে টোল আদায় বন্ধ, নগরের ভেতরে ছোট গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করাসহ ৫ দফা দাবিতে রোববার এ ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সিলেট বিভাগে সোমবার ভোর থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকাল থেকে বন্ধ ছিল সব ধরনের যান চলাচল। যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহনও বন্ধ ছিল। ধর্মঘটের কারণে বিপাকে পড়েন সাধারণ যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীরা।