• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সাঙ্গুতে নেমে প্রাণ গেল পর্যটকের, নিখোঁজ ভাই-বোন


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০৬:৪৬ পিএম
সাঙ্গুতে নেমে প্রাণ গেল পর্যটকের, নিখোঁজ ভাই-বোন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারিয়া ইসলাম (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে রোয়াংছড়ি ইউনিয়নের তারাছা এলাকায় বাদুরা ঝর্ণার পাশে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই নারায়ণগঞ্জের ফতুল্লার এলাকার বাসিন্দা।

নিখোঁজরা হলেন জহিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও মেয়ে আদনিন (১৬)।

সূত্রে জানা যায়, বান্দরবান থেকে দশজনের একদল পর্যটক নৌকাযোগে সাঙ্গু নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে তারাছা এলাকা বেতছড়া ঘুরতে যান। এসময় বাদুরা ঝর্ণা এলাকায় পৌঁছালে পাশে সাঙ্গু নদীতে গোসল করতে নামেন আটজন পর্যটক। এক পর্যায়ে স্রোতে ভেসে যান তারা। খবর পেয়ে স্থানীয়রা ছয়জনকে জীবিত উদ্ধার করলেও দুইজন নিখোঁজ হন।

ঘটনাস্থলে পানিতে ডুবে মারিয়া ইসলাম মারা যান।

বান্দরবান রোয়াংছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মান্নান জানান, দুপুরে সাঙ্গু নদীতে আটজন গোসল করতে নামলে-স্রোতে ভেসে দুজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছে। 

Link copied!