• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

সাংবাদিক প্রদীপ হত্যার প্রতিবাদে মানববন্ধন


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২২, ০৩:৪৩ পিএম
সাংবাদিক প্রদীপ হত্যার প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক আবু জাফর প্রদীপ হত্যাকাণ্ডের প্রতিবাদে কলাপাড়া সাংবাদিক ক্লাবের আয়োজনে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুণ্ডু নিলয়ের সভাপতিত্বে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, সদস্য গোফরান বিশ্বাস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু, পরিবারের পক্ষ থেকে নিহত‌ সাংবাদিকের বড় ভাই মিজানুর রহমান টুটু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি রাসেল কবির মুরাদ, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালী, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি নুরুল আমিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কলাপাড়ার শাখার সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমন আল আহসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সহসাধারণ সম্পাদক রাসেল মোল্লা।

আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাবের সদস্য মনির হাওলাদার, কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এইচ আর মুক্তা, মহিপুর রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক রুমি শরীফসহ কলাপাড়া উপজেলায় কর্মরত সব গণমাধ্যমকর্মী।

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক আবু জাফর প্রদীপের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

রোববার (৪ জুন) কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে সাংবাদিক আবু জাফর প্রদীপকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

Link copied!