• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

শুরু হলো মাসব্যাপী শিশু আনন্দমেলা


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৩:৪৭ পিএম
শুরু হলো মাসব্যাপী শিশু আনন্দমেলা

পুঁথিপাঠ, লোক সঙ্গীত, বাঁশির সুরের মূর্ছনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বরগুনায় উদ্বোধন হয়েছে মাসব্যাপী শিশু আনন্দ মেলা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মেলার উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু।

শিশুদের বিনোদনের পাশাপাশি জেলা প্রেসক্লাবের চতুর্থ তলায় অডিটোরিয়াম নির্মাণের সাহায্যার্থে এ মেলার আয়োজন করেছে বরগুনা প্রেসক্লাব।

স্থানীয় জনপ্রতিনিধিসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ মেলার আয়োজন করা হয়। মেলায় অস্থায়ী ভিত্তিতে একটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। পুঁথি, জারি, সারি এবং পালাগানসহ বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ মেলা আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম এবং প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন ফরিদ।

Link copied!