• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

শিপ ব্রেকার্সে বিস্ফোরণ, দগ্ধ ৪


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ১০:৩১ এএম
শিপ ব্রেকার্সে বিস্ফোরণ, দগ্ধ ৪
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে এলাকার ‘যমুনা শিপ ব্রেকার্স’ নামে একটি জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন লেগে চার শ্রমিক আহত হয়েছেন। 

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে এ বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

আহতরা হলেন- সোহেল রানা (২৫), জাহিদ হাসান (২৬), মিজানুর রহমান (৪০) ও মোহাম্মদ ফিরোজ (২৪)।

এ বিষয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, “সকালে শ্রমিকরা যমুনা শিপ ব্রেকার্সে কাজ করতে গিয়েছিলেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত চার জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, “সীতাকুণ্ডে যমুনা শিপইয়ার্ডে কাজ করতে গিয়ে আহত চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷”

এ ঘটনায় দগ্ধ সোহেল রানা ও জাহিদ হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পা ভেঙে যাওয়ায় ও কোমরে আঘাত পাওয়ায় মিজানুর রহমান ও ফিরোজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সিরিয়াস কেউ নেই বলেও জানান তিনি।

Link copied!