• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শরণখোলায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৭:৩৪ পিএম
শরণখোলায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০

বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক প্রবাসীর বাড়ির সীমানার মধ্যে জমি দাবির বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজারের হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন রায়েন্দা বাজারের মৃত. সালাম চৌকিদারের ছেলে মানিক হাওলাদার (৪২) ও জাকির হাওলাদার (৩৫), তালতলী গ্রামের আউয়াল কমান্ডারের ছেলে আসলাম (৪৫) ও তার ছেলে তানভীর (১৮), মজিদ তালুকদারের ছেলে নান্না তালুকদার (৪৫), উত্তর কদমতলা গ্রামের সাত্তার খলিফার ছেলে সফিকুল খলিফা (৫৫), রায়েন্দা গ্রামের লাল মিয়ার ছেলে সোবাহান (৫০), নুর মোহাম্মদ হাওলাদরের ছেলে জাকির হাওলাদার (৪৫), কালাম হাওলাদারের ছেলে রনি (২২), সালাম হাওলাদারের ছেলে আ. রহিম (৩০)।

হাসপাতাল ও আহতদের স্বজন সূত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা বাজারের বাসিন্দা প্রবাসী মানিক হাওলাদারের বাড়িতে শ্রমিকরা কাজ করছিল। এ সময় স্থানীয় সালাম হাওলাদারের বড়ভাই আবুল কালাম হাওলাদারের ছেলে ইমনসহ কয়েকজন ওই প্রবাসির বাড়ির মধ্যে তারা জমি পাবে এমন দাবি করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘউভয় পক্ষের ১০ জন আহত হয়।

আহত প্রবাসী মানিক হাওলাদার বলেন, “প্রতিপক্ষ সালাম হাওলাদারের লোকজনের হামলায় আমার লোকজন আহত হন। এরপর আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও তারা তাদের মারধর করে বের করে দেয়।

এ বিষয়ে সালাম হাওলাদার বলেন, “মানিক চৌকিদারের বাড়ির মধ্যে আমরা জমি পাবো। ওই জমি নিয়ে সালিশ চলছিল। এর মধ্যে তারা বাড়িতে কাজ শুরু করে, পরে আমরা জিজ্ঞাসা করতে গেলে আমাদের উপর হামলা চালায়।”

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, “বিএনপি নেতা সালাম ও জামাল হাওলাদারের লোকজন এলাকায় এক প্রকার আধিপত্য বিস্তার করার পাশাপাশি সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের প্রায় কোটি টাকার সম্পত্তি দখল করে ইমারত নির্মাণ করে। তারা দুর্ধর্ষ হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে ভয় পায়।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি।”

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Link copied!