• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনের ধাক্কায় ভটভটির ৩ যাত্রী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ১০:৩৫ এএম
ট্রেনের ধাক্কায় ভটভটির ৩ যাত্রী নিহত

চাঁপাইনবাবগঞ্জের আলীনগরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে হাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভটভটি চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন আলীনগর ভুতপুকুর এলাকার আব্দুল গনির ছেলে ফুলচান (৫৫), রইস উদ্দীনের ছেলে শেহের আলী (৪৫) ও ভটভটি চালক আমনুরা এলাকার নাইমুল ইসলাম।

ফুলচানের ছোট ভাই আব্দুল মজিদ জানান, পুকুরে মাছ ধরে তারা ভটভটি করে বাজারে দিয়ে আসেন। এরপর বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে। 

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, হাজির মোড়ে ট্রেনলাইনের ওপর দিয়ে রাস্তা গেছে। কিন্তু সেখানে কোনো গেট নেই। ফলে গেটম্যানও থাকে না। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!