• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রূপপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১২:৫১ পিএম
রূপপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চুল্লি ভবনের ওপর থেকে নিচে পড়ে তুষার আহমেদ (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস। 

রূপপুর প্রকল্পের একাধিক সূত্রে জানা গেছে, নিহত শ্রমিক তুষার আহমেদ বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানির দুই নম্বর ব্লকে কর্মরত ছিলেন। প্রায় ১০ তলা উচ্চতার ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত চুল্লির ওপর থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

নিহত শ্রমিক তুষার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও একটি শিশুসন্তান রয়েছে।

Link copied!