রাঙ্গামাটি সদর উপজেলায় বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় ইলিয়াস হোসেন কাঞ্চন (৩০) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বালুখালীর কাইন্দারমুখ এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
ইলিয়াস হোসেন কাঞ্চন বরকল উপজেলার আলী আকবরের ছেলে।
বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, “সকালে স্থানীয়রা কাপ্তাই হ্রদে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে বলে জানতে পেরেছি।”
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহের বিভিন্ন অংশ পচে গিয়েছে।”





































