• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৬:১১ পিএম
মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় সদর উপজেলার টেংরামারি রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় নিহতের মুখ-চোঁখ গেঞ্জি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

রোববার (১৩ ফেব্রয়ারি) দুপুরে সদর উপজেলার মোমিনপুর ট্যাংরামারী রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের আগে ট্যাংরামারি নামকস্থানে রেললাইনের পাশে লাশটি পড়ে ছিল। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হবে। এ সময় তার পরনে সাদা রঙের শার্ট ও খয়েরি রঙের প্যান্ট দেখা যায়।

এছাড়া পরিচয় শনাক্তের জন্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি ও পিবিআই টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। সকালে রেললাইনের পাশে লুঙ্গি দিয়ে মুখ বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৗঁছে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (রেলওয়ে সার্কেল) মজনুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে লাশ রেললাইনের উপরে ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এছাড়া লাশের শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে। লুঙ্গি দিয়ে মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।”

এদিকে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই টিম কাজ করছে বলেও জানান তিনি।

Link copied!