• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়ায় পাচারকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৭:১৬ পিএম
মালয়েশিয়ায় পাচারকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়ায় পাচারকালে বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে নারী-শিশুসহ ৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব। পাচারে জড়িত দুইজন দালাল এবং স্থানীয় একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

আজ বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

তানভীর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৭ জন রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করেছে র‌্যাব।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাত দিয়ে র‍্যাব কর্মকর্তা বলেন, “মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল এসব রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়েছে।”
 

Link copied!