• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৬:০১ পিএম
মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টেবুনিয়া ওয়াছিম পাঠশালা মাঠে সভা অনুষ্ঠিত হয়। সভাকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সকাল থেকেই নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও নিয়ে নিজেদের পছন্দের মানুষের প্রার্থিতা জানান দিয়েছেন।

বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্ব ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলুর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সভা আহ্বান করা হয়েছে। সভায় ইউপি নির্বাচনে প্রার্থী হতে চায় এমন লোকদের নাম কেন্দ্রে পাঠানো হবে। বহিরাগতদের কারো নাম কেন্দ্রে পাঠানো হবে না। তিনি আরো বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। জীবনের সোনালি সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। জাতির পিতা দিয়েছেন স্বাধীনতা আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।”

সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পাবনা পৌর সভার মেয়ার শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি আজমত আলী বিশ্বাস, ভিপি মাসুদ, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।

সভা উপলক্ষে জেলা নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের ছবি দিয়ে বানানো ব্যানার, ফেস্টুন ও তোরণে ভরপুর করা হয়েছিল মালিগাছা ইউনিয়নের  বিভিন্ন এলাকা। বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে শুভেচ্ছাবার্তার ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হয়েছে টেবুনিয়া বাজার।

এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে এখান থেকে ৪ জন নৌকার প্রার্থী হতে চান তারা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, আরিফুল ইসলাম, হায়াত উল্লাহ, উম্মত আলী।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!