• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মে ৩০, ২০২২, ০৫:৩৫ পিএম
মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু

খুলনা মহানগরীতে প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) সকাল ৯টার দিকে নগরীর রয়েল মোড়ের কাছে ওই মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী ওই রোগীর নাম নবীন বিশ্বাস। তিনি নড়াইল জেলার কালিয়া থানার হররীয়া গ্রামের নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে।

মাদক নিরাময় কেন্দ্রের সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল কমিউনিটি অফিসার তন্ময় বিশ্বাস বলেন, “সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নবীন বিশ্বাস দাঁত ব্রাশ করে বারান্দায় যায়। পরে ৯টার দিকে খাবার দেওয়ার সময়ে দেখা যায়, সে গলায় গামছা পেঁচানো অবস্থায় জানালার গ্রিলে ঝুলে আছে। পরে সেখান থেকে তাকে নামানো হয়। তখনও সে অজ্ঞান ছিল। পরে চিকিৎসার জন্য নবীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

তন্ময় বিশ্বাস আরও বলেন, “নবীন বিশ্বাস মাদকাসক্ত ছিলেন। তাকে চিকিৎসার জন্য এখানে ভর্তি করা হয়েছিল।”

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, “কোনো ব্যক্তি আত্মহত্যা করলে সেখানে স্বাভাবিক মলমূত্র পাওয়া যায়। তবে মাদক নিরাময় কেন্দ্রে কিছু পাওয়া যায়নি। তাই নবীন বিশ্বাস আত্মহত্যা করেছে কি না তা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

মাদক নিরাময় কেন্দ্রের ভর্তি থাকা রোগী হাসান শাহরিয়ার সিয়াম বলেন, “নবীন বিশ্বাস প্রায়ই আমাকে বলত এখানে তার ভালো লাগে না। সে বাড়ি চলে যেতে চায়। আজ সে কখন কী করল, আমরা একই রুমে থেকেও বুঝতে পারিনি।”

মাদক নিরাময় কেন্দ্রে রেজিস্টি বুক থেকে জানা যায়, গত ২৪ মে থেকে সেখানে ভর্তি ছিলেন নবীন বিশ্বাস।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!