• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মাইকে দরুদ শরিফ পাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০১:০১ পিএম
মাইকে দরুদ শরিফ পাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

মুয়াজ্জিন আজান দেওয়ার আগে মাইকে দরুদ শরিফ পাঠ করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সদর পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ি এলাকার খাদেমপাড়া নুর জামে মসজিদে শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে আহেলাতুল সুন্নাতুল জামাত ও হেফাজতে ইসলাম সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- দেলোয়ার হোসেন লিটন (৩৫), সালাউদ্দিন রকি (২৯), ফরিদ উদ্দিন (৫০), হেলাল উদ্দিন (৪০), আবু খায়ের (৬০), ফয়সাল মিয়া (৩০), বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, সিয়াম (১৬), সাদেকুর রহমান ও নিলুফা বেগম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ির জামে মসজিদে ওয়াহাবিপন্থী সোহেল জুম্মার নামাজের আজানের আগে মোয়াজ্জিনকে দরুদ শরিফ পাঠ করতে নিষেধ করেছিলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয়। পরে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, “সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।”

তারা হলেন- সোহেল মিয়া, ফারুক মিয়া ও কাউতলীর ইমন মিয়া বলে জানান তিনি।

Link copied!