জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পৌর কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেসমিন জেলার সদর উপজেলার বম্বু ইউনিয়নের হানাইল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী এবং লালমনিরহাট জেলার নাঙ্গলহাট বাবুর হাটের ইসলামের মেয়ে।
দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, “সকালে জয়পুরহাট শশুরবাড়ি থেকে বাবার বাড়ি লালমনিরহাটে যাচ্ছিলেন জেসমিন ও তার পরিবারের সদস্যরা। পথে শহরের পৌর কমিউনিটি সেন্টারের সামনে অটোভ্যানের চাকায় জেসমিনের ওড়না জড়িয়ে গিয়ে তার গলায় ফাঁস লাগে। পরে অটোভ্যানটি থামিয়ে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।”
শনিবার দুপুরে পরিবারের কাছে ওই গৃহবধূর লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।







































