বরগুনার বামনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মহারাজ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১ অক্টোবর) দুপুরে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মহারাজ সপ্তম শ্রেণির ছাত্র এবং উপজেলার পোটকাখালী এলাকার মো. সুলতান মিয়ার ছেলে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্কুলছাত্রের পরিবারের কোনো অভিযোগ নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”







































