• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিজয়ের ৫০ বছর উপলক্ষে পায়ে হেঁটে ৫০ কিলোমিটার পাড়ি


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৯:২৪ পিএম
বিজয়ের ৫০ বছর উপলক্ষে পায়ে হেঁটে ৫০ কিলোমিটার পাড়ি

মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বিজয়ের ৫০ বছর উপলক্ষে পায়ে হেঁটে ৫০ কিলোমিটার পাড়ি দিলেন জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী সাদ রহমত উল্লাহ।

বুধবার ১৫ ডিসেম্বর ভোর ৬টায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে নওগাঁর উদ্দেশে রওনা হন। দীর্ঘ ৫০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছান বিকেল ৪টায়।

সাদ রহমত উল্লাহ জানান, ১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙ্গে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগপাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় ‘জয়বাংলা’ বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। 

সাদ রহমত উল্লাহ আরও বলেন, “আমরা যারা নতুন প্রজন্ম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আমাদের শরীরের প্রতিটা শিরা-উপশিরায় প্রবাহিত। মুক্তিযুদ্ধের ওই দিনগুলোর কথা মনে করে দেওয়ার জন্য আমি আজ পায়ে হেঁটে দীর্ঘ ৫০ কিলোমিটার পাড়ি দিয়েছি। জয়পুরহাট-নওগাঁ সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষগুলোর আন্তরিকতায় সবার সেরা। পথিমধ্যে বিভিন্ন বাজারে, পথে-ঘাটে, আমি চেষ্টা করেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষের মধ্যে ধারণা দেওয়ার।”  

Link copied!