বিজিবি-বিএসএফের মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০২:৪৬ পিএম
বিজিবি-বিএসএফের মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়

স্বাধীনতা দিবসে চুয়াডাঙ্গা সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী।

শনিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় দর্শনা বন্দর চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে মিষ্টি তুলে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জহির উদ্দিন বাবর, দর্শনা আইসিপি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন। বিএসএফের পক্ষে ছিলেন গেঁদে কোম্পানি কমান্ডার এসি রাবেন্দ্রর।

মহান স্বাধীনতা যুদ্ধে বন্ধু দেশ ভারতের অবদানকে স্মরণ করে এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়। বিএসএফ জওয়ানরাও বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায়। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!