• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
ইউপি নির্বাচন

বিচ্ছিন্ন ঘটনায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৪:৩৪ পিএম
বিচ্ছিন্ন ঘটনায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ছবি: সংগৃহীত

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সারা দেশে সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে ভোট গণনা। 

নির্বাচন কমিশন জানিয়েছে, সপ্তম ধাপে দেশের ২০টি জেলার ২৪ উপজেলার ১৩৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হয়। ১৩৮ ইউনিয়নের মধ্যে ৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকি ১২৯টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। 

এদিকে এ নির্বাচন চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাই, ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে।

এর মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় দুইজনের মৃত্যু হয়েছে। 
 
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন উপজেলার নলুয়া ইউনিয়নে তাসিব (১৩) এবং বাজালিয়া ইউনিয়নে আবদুস শুক্কুর (৪০)।
 
দুপুর ১২টার দিকে নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রের বাইরে তাসিবকে কুপিয়ে হত্যা করা হয়। 

নিহত তাসিবের চাচা মিজানুর রহমান জানান, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরা মারামারি করছিলেন। এ সময় তাসিবকে কারও সমর্থক মনে করে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
 
নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রের ইনচার্জ আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে গুলিতে নিহত হয়েছেন আবদুস শুক্কুর। তিনি নৌকার চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের অনুসারী।

সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকিবুল হোসেন জানান, বেলা ১১টার দিকে বাজালওলিয়া বোর্ড অফিস কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির সময় শুক্কুর গুলিবিদ্ধ হন। 

Link copied!