• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ২


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ০৮:১২ পিএম
বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ২

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে ওই ছাত্রীর মা থানায় দু'জনকে আসামি করে মামলা করেন।

আটককৃতরা হলো : উপজেলার হররাম এলাকার আঞ্জু মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) ও আহম্মদ আলীর ছেলে মনির উদ্দিন (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার (২৩ জানুয়ারি) ওই স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে রিপন মিয়া ও মনির উদ্দিন জোর করে তুলে নিয়ে পাশের একটি পরিত্যক্ত বাসায় ধর্ষণ করে। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ওই রাতে তার কোনো খোঁজ পাননি। পরদিন সকালে সতী নদীর ধারে স্কুলছাত্রীকে ফেলে পালিয়ে যান তারা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, “অভিযোগ পেয়ে দ্রুত ওই দুই অভিযুক্তকে আটক করে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!