• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২, ২৯ জমাদিউস সানি ১৪৪৭

বাসের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২২, ০৮:১৪ পিএম
বাসের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মো. আব্দুল্লাহ মিয়া নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামের মো. বজলুর রহমান মিয়ার ছেলে। তিনি সদরের বার্থা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন।

রোববার (২২ মে) বেলা আড়াইটার দিকে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাঘমারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, বিদ্যালয়ের পাঠদান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুল্লাহ মিয়া। এসময় তিনি বাগমারা পল্লি বিদ্যুৎ এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী রাজবাড়ী ডিলাক্স বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহটি উদ্ধার করে পাংশা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

Link copied!