রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় মো. সাহেব আলী (২৮) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।
শনিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাহেব আলী মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে তিনি গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে আমরা থানায় নিয়ে যাচ্ছি। ঘাতক বাসটিকে আটকের জন্য বিভিন্ন পয়েন্টে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































