• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

বাস খাদে পড়ে নারীর মৃত্যু, আহত ২০


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২২, ০৫:৪৩ পিএম
বাস খাদে পড়ে নারীর মৃত্যু, আহত ২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (৮ মে) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত নারীর নাম সেলিনা আক্তার মায়া (৩৫)। তিনি শরিয়তপুর জেলার নদিয়া উপজেলার খোড়াগাঁও গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মায়ের দোয়া পরিবহনের একটি বাস দেউন্দি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সেলিনা নামের ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আরিফ আহমেদ জানান, এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Link copied!