• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২, ০৮:৪০ পিএম
বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দড়িকান্দি এলাকায় বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঘটে এ ঘটনা।

নিহতের নাম সজিব (১৯) মোল্লা। সজিব দড়িকান্দি এলাকার সেলিম মোল্লার ছেলে। সজিব তার প্রথম পক্ষের সন্তান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, দুপুর ২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে সেলিমের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে মারধর করেন তিনি। বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয়ে সেলিমের পায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ছেলে সজিব। পরে ছুরি কেড়ে নিয়ে ছেলের পেটে আঘাত করেন বাবা। এতে ঘটনাস্থলেই সজিব মারা যান।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!