• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

বাবার কবর জিয়ারতের সময় বজ্রপাতে মৃত্যু


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ৩, ২০২২, ০৩:০৪ পিএম
বাবার কবর জিয়ারতের সময় বজ্রপাতে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদের দিন বাবার কবর জিয়ারত করার সময় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সকাল ৯টার দিকে আখাউড়া পৌর এলাকার খড়মপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

নিহত রনি মিয়ার বাড়ি পৌর এলাকার দুর্গাপুরে।

স্থানীয় বাসিন্দা শিপন আহমেদ জানান, সকালে রনি ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করতে পৌর এলাকার খড়মপুর কবরস্থানে যান। সে সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ উদ্দিন জানান, সকালে জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। আখাউড়া উপজেলায় বাবার কবর জিয়ারত করা অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!