• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বান্দরবানে শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উদযাপন


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১১:২২ এএম
বান্দরবানে শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজার মাঠে এসে সমবেত হয়।

এ সময় পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিরা মিলে বর্ণিল পোশাক ও ব্যানার এবং ফেস্টুন হাতে নিয়ে এতে অংশ নেন। পরে শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে রাজার মাঠে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। 

এ সময় অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বের বান্দরবান সেনা রিজিয়নের বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউল হক, সিভিল সার্জন ডা. অংশৈপ্রু, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গরীব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এদিকে জনসংহতি সমিতির (জেএসএস) পক্ষ থেকেই পার্বত্য শান্তি চুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বান্দরবানে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি মূল দলের (জেএসএস) সঙ্গে চুক্তি সম্পাদন করেন।

Link copied!