• ঢাকা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২, ১৭ সফর ১৪৪৬

বাক্স খুলে পাওয়া গেল ২ নবজাতকের লাশ


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৯:২৯ এএম
বাক্স খুলে পাওয়া গেল ২ নবজাতকের লাশ

শেরপুরে নালিতাবাড়ীতে ব্রিজের নিচ থেকে দুইটি নবজাতক ছেলে শিশুর বাক্সবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৯ জানুয়ারি) মরদেহ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে কেউ লাশ দুটি ব্রিজের নিচে ফেলে গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার খরাঘাট ব্রিজের নিচে মাহফুজ নামে এক ব্যক্তি মাছ ধরতে জাল ফেলেন। জালে একটি কাগজের বাক্স আটকালে তা ডাঙায় ছুড়ে মারেন তিনি। এসময় বাক্স ছিড়ে নবজাতকদের মাথা বেরিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকাবাসী দুটি ছেলে শিশুর লাশ দেখতে পেয়ে কলসপাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!