• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাক্‌প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৯:৪৮ পিএম
বাক্‌প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর লতিফপুর এলাকার একটি পুকুর থেকে নাসির দেওয়ান (৩৫) নামে বাকপ্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নাসির টঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদ এলাকার জরু দেওয়ানের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় তাপস মিষ্টান্ন ভাণ্ডারে  কাজ করতেন  নাসির। গত সোমবার রাতে দোকানে কাজ শেষে বাড়ি চলে যায়। এরপর থেকে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় জননী মৎস্য খামারের একটি পুকুরে লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার জানান, খবর পেয়ে  নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে ওই মৎস্য খামারে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!