• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২২, ০৬:৩৭ পিএম
পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে রেজওয়ানুল হক ওরফে শুকরু মোহাম্মদ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নের কোষামন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শুকরু মোহাম্মদ ওই গ্রামের সৈয়দ আলী ওরফে জমির উদ্দিনের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য শামীম বাদশা জানান, ধান রোপণ করার জন্য বাড়ির পাশে জমি প্রস্তুত করছিল নিহত রেজওয়ানুল হক শুকরু ও তার ভাই মহরুল ইসলাম। জমি প্রস্তুতকালে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শুকরু মোহাম্মদের মৃত্যু হয়। আহত মহরুল ইসলাম বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

Link copied!