• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে হত্যা


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৯:০৮ এএম
পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে হত্যা

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ১৩ মাস বয়সী শিশুপুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ফকরুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ফকরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

রোববার (১২ ডিসেম্বর) রাত ৩টার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন স্ত্রী রেশমি আক্তার (২৬) ও তাদের ১৩ মাস বয়সী শিশুপুত্র সালমান সাফায়ার। 

পুলিশ জানায়, দুই বছর আগে রেশমি আক্তারের সঙ্গে ফকরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকত। রোববার রাতে ফের কলহ বাধে। পরে রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফকরুল ইসলাম পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Link copied!