• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

পাঁচ মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০৭:২২ পিএম
পাঁচ মামলার আসামি জামায়াত নেতা গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে পাঁচ মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ আগস্ট) বিকেলে ৪টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাজীপুর গোলাবাড়িয়া নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হাফেজ আলাউদ্দিন জেলা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমির এবং সেনবাগ উপজেলার দেবীসিংহপুর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, রোববার বিকেল ৪টার দিকে বিশেষ শাখার পিএফ তালিকাভুক্ত জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আলাউদ্দিনকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও সুধারাম থানার পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

Link copied!