• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পদ্মায় ডুবে ২ বন্ধুর মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০৩:১৬ পিএম
পদ্মায় ডুবে ২ বন্ধুর মৃত্যু

পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগরের নৌ–পুলিশ ফাঁড়ির ইউনিট প্রধান ওবাইদুল হক।

নিহতরা হলো বড়কুঠি এলাকার মো. সারিফের ছেলে নিরব ও মো. শাহিদের ছেলে শাহিল। নিরব নগরীর লোকনাথ স্কুলের এবং শাহিল রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলের ছাত্র ছিল। তারা অষ্টম শ্রেণিতে পড়তো।

নৌ পুলিশ ফাঁড়ির ইউনিট প্রধান ওবাইদুল হক জানান, ৮ থেকে ১০ জন বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। বন্ধুদের মধ্যে প্রথমে সাজেদ পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে নিরব ও শাহিল এগিয়ে যায়। সাজেদকে উদ্ধার করতে পারলেও তারা দুজন পানিতে ডুবে মারা যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Link copied!