নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৭:৪৫ পিএম
নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিহত চীনা নাগরিকের নাম জিয়াং হং চেন।

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখ থেকে ওই নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান বলেন, “গত ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনা ঘটে। তারপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাকরিক জিয়াং। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে জিয়াংয়ের মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ডের ডুুবুরিরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বলেন, “মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিষয়টি বন্দর কর্তৃপক্ষ অবগত করলে ময়নাতদন্তের ব্যবস্থা করবে পুলিশ।”

Link copied!