১১ ডিসেম্বর, শনিবার কুমিল্লার নাঙ্গলকোট হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর নাঙ্গলকোট উপজেলা হানাদারমুক্ত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সকালে র্যালি ও উপজেলা আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৯৭১ সালের এই দিনে অগ্রসরমাণ মুক্তিবাহিনীর আগমনের খবরে ভীত হয়ে এ উপজেলা থেকে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। তৎকালীন চৌদ্দগ্রাম ও লাকসাম থানার সব সেক্টর কমান্ডারের নির্দেশে মুক্তিযোদ্ধা ইসহাক মিয়ার নেতৃত্বে কানকির হাট-নাঙ্গলকোট সড়ক দিয়ে মুক্তিযোদ্ধারা নাঙ্গলকোট অভিমুখে আসতে থাকেন। এই সংবাদে পাকিস্তানি বাহিনী ভীত হয়ে পড়ে এবং তড়িঘড়ি করে নাঙ্গলকোট ত্যাগ করে।
এদিকে ক্যাপ্টেন এনামুল হক ও তার বাহিনী পরিকোট ব্রিজ, মেজর কাদের বিজয়পুর ব্রিজ উড়িয়ে দেয়। পরে মুক্তিযোদ্ধা ও জনতার প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী আরও ভীতসন্ত্রস্ত হয়ে পালাতে থাকে। হানাদারমুক্ত হয় নাঙ্গলকোট। দেশ স্বাধীনতার পর থেকে এই দিনটি নাঙ্গলকোট হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হচ্ছে।