• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দৌলতদিয়ায় এইডস রোগী শনাক্ত


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৫:৪৩ পিএম
দৌলতদিয়ায় এইডস রোগী শনাক্ত

দেশের সবচেয়ে বৃহৎ যৌনপল্লী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী। এই যৌনপল্লীতে একজন যৌনকর্মীর এইডস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. ইব্রাহিম টিটন বলেন, “রাজবাড়ীতে যৌনপল্লী থাকার কারণে রাজবাড়ীসহ আশেপাশের কয়েকটি জেলা এইডসের দিক থেকে উচ্চঝুঁকিতে আছে। যৌনপল্লী থেকে এইডসের সংক্রমণ রাজবাড়ী বা অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়তে পারে। এজন্য যৌনপল্লীতে প্রতি তিন মাস পরপর এইডস পরীক্ষা করা প্রয়োজন।”

দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন ‘পায়াক্ট বাংলাদেশে’র ফিল্ড অফিসার শেখ রাজীব বলেন, “আমাদের সংগঠন যৌনপল্লীতে অবস্থান করা যৌনকর্মীদের এইডস পরীক্ষা করে থাকে। আমরা ইতোমধ্যে একজনকে এইডস রোগী হিসেবে শনাক্ত করেছি। তবে তিনি এখন যৌনকর্ম থেকে বিরত আছেন এবং তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন।”
 

Link copied!