• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

দেবীগঞ্জে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর জয়


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৯:৫২ পিএম
দেবীগঞ্জে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক আবু।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত বেসরকারী ফলাফলে ২ হাজার ৯৮১ ভোট পেয়ে বিজয় লাভ করেন রেল ইঞ্জিন প্রতীকে ভোট করা আবু। তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে নৌকা প্রতীকে ২ হাজার ২৪৭ ভোট পেয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী গিয়াস উদ্দীন চৌধুরী।

নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা প্রত্যয় হাসান।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেবীগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মেয়র পদে নির্বাচন করেন ৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করেন ১৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করেন ৬৩ জন।

Link copied!