• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তেলবাহী ট্রেন লাইনচ্যুত


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২২, ১১:৫৯ এএম
তেলবাহী ট্রেন লাইনচ্যুত

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হালসা রেলস্টেশনের আপ সাইডের লুপ লাইনে এ ঘটনা ঘটে।

উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানিয়েছেন পোড়াদহ রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী।

ওসি মনজের আলী বলেন, “হালসা রেলস্টেশনে তেলবাহী ট্রেন লুপ লাইনে দাঁড়ানোর কথা ছিল। লুপ লাইনে ওঠার পর লোকোমাস্টার ব্রেক ধরতে গেলে এ দুর্ঘটনা ঘটে। মূল লাইন ক্লিয়ার আছে। এ কারণে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, “ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। একটি কনটেইনার ছিদ্র হয়ে ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে। দুই রেললাইনে মাঝে এখনো তেল জমে আছে। তেলবাহী ট্রেনটি খুলনা থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল।”
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!