চট্টগ্রামের কর্ণফুলীতে তুচ্ছ ঘটনার জেরে মো. নুরুল আনোয়ার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনিস তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল জুলধা ইউনিয়নের আনিস তালুকদারের বাড়ির মৃত কবির আহমদের ছেলে।
পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে নুরুলের ঘরের সেপটিক ট্যাংকের পানি চলাচল নিয়ে তার মায়ের সঙ্গে পাশের ঘরের জাহাঙ্গীরের তর্কাতর্কি হয়। রাত আটটার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে নুরুল আনোয়ারের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুরুল আনোয়ারের ছোট ভাই মো. নুরুল আরিফ বলেন, “জাহাঙ্গীর, আলমগীরসহ তাদের পরিবারের লোকজন আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।”
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে কাউকে আটক করা যায়নি।







































