তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১১:০২ পিএম
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তৌকির মালিথা নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় বিপ্লব ও যুথী খাতুন নামের দুইজনকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

শনিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে কয়া আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তৌকির কয়া ইউনিয়নের কয়া মালিথা পাড়ার বাবলু মালিথার ছেলে। 

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে কয়া আবাসন এলাকায় মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তৌকিরকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মাদকাসক্ত বিপ্লব ও তার বোন যুথী খাতুন। পরে তৌকির মালিথাকে মুমূর্ষু অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা বিপ্লব ও যুথী খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ইতিমধ্যে হত্যাকারী দুই ভাই বোনকে আটক করা হয়েছে। তবে এখনও কোন মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে।

Link copied!