সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সরকারি অনুমোদন না হওয়া পর্যন্ত বন্ধ রাখার নিদের্শনা দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির এই নির্দেশ দেন।
এর মধ্যে উপজেলার বাদাঘাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বারকে ৫০ হাজার টাকা, লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার, মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার ও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি অনুমোদন না হওয়া পর্যন্ত বন্ধ থাকার নিদর্শনা দেওয়া হয়েছে।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান, ডা. ফয়েজ আহমদ হাসান, ডা. শাফিকুল ইসলামসহ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির জানান, কোনোভাবেই সরকারি নির্দেশ লঙ্ঘনকারীদের ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইন মেনে চলতে হবে।




































